সাকিবকে হত্যার হুমকিদাতা যেভাবে গ্রেপ্তার
- Update Time : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাাদেশ ডেস্ক : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (৪০) তার ভায়রার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। তিনি সিলেট থেকে পালিয়ে এসেছিলেন সুনামগঞ্জে। লুকিয়ে ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামের একটি বাড়িতে।
র্যাব-৯-এর জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুনামগঞ্জে মহসিনের লুকিয়ে থাকার খবরে আগের রাতেই অভিযানে নামে র্যাবের তিনটি দল। তারা সুনামগঞ্জে থাকা মহসিনের বিভিন্ন আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের বাড়িতে খুঁজতে থাকে। অবশেষে রনসি গ্রামের তার অবস্থানের কথা জানতে পারে। তবে মহসিনকে ধরতে বিশেষ কৌশল অবলম্বন করে র্যাব। মহসিনকে ধরতে সিলেট থেকে তার স্ত্রী ও স্থানীয় চেয়ারম্যানকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়। এক্ষেত্রে সূত্র মেলে আগের দিনেই। স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার সময়ই মহসিনের অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে সিলেট র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিনকে আসামি করে মামলা করেন।
এসএস//