শিরোনাম:
সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার
- Update Time : ১২:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জাতিয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
আাজ মঙ্গলবার ১৭ নভেম্বর দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ১২টার দিকে র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, কিছুক্ষণ আগে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাব।
এসএস//