গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
- Update Time : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টায় উপজেলার গোলাপগঞ্জ-লাটেরহাট সড়কের মোহনপুর ইউনিয়নের বৈরাগীবাজার মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাতোর ইউনিয়নের পূর্ব ডাকেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে লক্ষ্মীরায় (২৫), একই গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে উজ্জ্বল রায় (২৮) ও একই গ্রামের ভৈরব রায়ের ছেলে পলাশ রায় (২৪)।
সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে কালীপূজার দাওয়াত খেতে যায় লক্ষ্মী রায়, উজ্জ্বল রায় এবং পলাশ রায়। দাওয়াত খেয়ে রাতে বাড়ি ফেরার পথে মোহনপুর ইউনিয়নের বৈরাগীবাজার মাদরাসা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। তাদের উদ্ধার করে হাসপাতলে নেয়ার পথে রাতেই প্রফুল্ল রায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষ্মী রায় মারা যান। মুমূর্ষু অবস্থায় পলাশ রায়কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
বীরগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস//