বাসের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত
- Update Time : ০৮:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক (নাম পরিচয় জানা যায়নি) ও যাত্রী ফল বিক্রেতা জামাল উদ্দিন (৪০)। জামাল জেলার কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু ছায়েদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী বাসের (ঢাকামেট্টো-ব ১৪-৪৪৪৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার (নোয়াখালী-থ ১২-০৫০৯) মুখোমুখি ধাক্কা লাগে। এতে ফলবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক ও ফল ব্যবসায়ী জামালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানান, নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এসএস//