ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
- Update Time : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে ভাতিজার ছুরিকাঘাতে হাসেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাও গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত হাসেম মিয়া দুর্গাপুর উপজেলার বনগাও গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
দুর্গাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বনগাও গ্রামের হাসেম মিয়া ও তার ভাই লতিফ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকালে হাসেম মিয়া বাড়ির সামনে জমিতে ধান কাটতে গেলে তার ভাই লতিফ মিয়া বাধা দেয়। এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভাতিজা লাবু মিয়াসহ অন্যান্যরা হাসেম মিয়াকে ছুরিকাঘাত করে। এতে হাসেম মিয়া গুরুতর আহত হন। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য হাসেম মিয়ার মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএস//