ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি
- Update Time : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : কলকাতায় গিয়ে কালীপূজার উদ্বোধন করায় বাংলাদেশ জাতিয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক।
রোববার ১৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৬ মিনিটে মহসিন তালুকদার নামের ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিবকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন তিনি। নিজের ফেসবুক আইডি ‘Mohsin Talukdar’ থেকে লাইভে তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করেন। পাশাপাশি সাকিবকে হত্যা করতে প্রয়োজনে পায়ে হেঁটে ঢাকা যাবেন বলেও উল্লেখ করেন।
অবশ্য ভোর ৬টা ৪ মিনিটে আবার লাইভে এসে তিনি পূর্বের লাইভের জন্য দুঃখ প্রকাশ করেন। সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার।
উপকমিশনার বলেন, বিকেলে (সোমবার) তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। পরে সাইবার ফরেনসিকের কাছে ভিডিও’র লিঙ্ক হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এসএস//