সারাদেশ ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসে সাড়ে চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮১ জন সংক্রমিত হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসের পর সংখ্যা ও হার উভয় ক্ষেত্রেই চট্টগ্রামে এটাই করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ। তবে গত শুক্রবার ১৪৬ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয় এবং হার ছিল ১৩ দশমিক ৭৫ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল রোববার নগরীর আটটি ল্যাবে ১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১৮১ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৬৯ জন এবং পাঁচ উপজেলার ১২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি ও রাউজানের ৩ জন করে এবং হাটহাজারী, বাঁশখালী ও বোয়ালখালীর ২ জন করে রয়েছেন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে। এখানে ৪৪৬ জনের নমুনায় ৯৩ জনের মধ্যে করোনাভাইরাস থাকার প্রমাণ মেলে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৪ জনের মধ্যে ১৮ জন করোনাক্রান্ত হিসেবে চিহ্নিত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬২ টি নমুনার ১১টিতে ভাইরাস পাওয়া যায়।
নগরীর বেসরকারি তিন ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৭৬ নমুনায় ২৬ জন, শেভরনে ৩৬ নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২ নমুনায় ৫ জন করোনাক্রান্ত পাওয়া যায়। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বিটিআরএলে ৪টি নমুনা পরীক্ষা হলে সবক’টিরই পজিটিভ রেজাল্ট আসে।
এদিন চট্টগ্রামের ৮ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবক’টিরই নেগেটিভ রেজাল্ট আসে।
এসএস//
Leave a Reply