ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগ প্রার্থী
- Update Time : ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র হতে যাচ্ছেন।
রোববার ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১০ ডিসেম্বর বাঞ্ছারামপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।
এসএস//