অক্ষয় পারিশ্রমিক নিচ্ছেন শত কোটি রুপি!
- Update Time : ১২:১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ভারতের সবচেয়ে বেশি আয় করা তারকা তিনি। তার পরবর্তী সিনেমার জন্য ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।
পরিচালক মুদাসসার আজিজের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। এটি প্রযোজনা করবেন জ্যাকি ও বাসু ভাগনানি। সিনেমাটির জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বেল বটম’সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
একটি সূত্র বলেন, বেল বটম সিনেমার আগেই এটি নিয়ে তারা আলোচনা করেছিলেন। ফ্যামিলি কমেডি ঘরানার এই সিনেমার গল্প শুনে অক্ষয় মুগ্ধ হয়েছেন। চিত্রনাট্যের পর তারা বাজেট নিয়ে আলোচনা করেন। বেল বটম’র মতো এই সিনেমার জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়। ১০০ কোটি রুপির ওপর পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী’। করোনা মহমারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি। তবে খুব বেশি সাড়া ফেলতে পারেনি।
এসএস//