১২ দিনেই ১০৬ কোটি ডলার প্রবাসী আয়
- Update Time : ০৮:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নভেম্বর মাসের মাত্র ১২ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১০৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৮৯ কোটি ১০ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৮৯ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে বেশি এসেছে ৪৩ দশমিক ৪২ শতাংশ। প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরাবরের মতোই সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। পরিমাণ ৩৪ কোটি ৭৪ লাখ ডলার। ১১ কোটি ৮ লাখ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক। ১১ কোটি ১ লাখ নিয়ে তৃতীয় ডাচ্-বাংলা ব্যাংক।
আরও দেখা যায়, রাষ্ট্রমালিকানাধীন বিডিবিএল ও বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বিদেশি ব্যাংক আল ফালাহ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে এই সময়ে কোনো প্রবাসী আয় আসেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার। তার আগের অর্থবছরে এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার।
এসএস//