শিক্ষা সচিবসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল
- Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : এমপিও দেয়ার নির্দেশনার আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও কারিগরি শিক্ষার ডিজি সহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণাললের সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিকে), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিকে)সহ চার জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিট কারীদের পক্ষে আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া।
ভোলা ও কুড়িগ্রাম জেলার দুই সহকারী শিক্ষকের দায়ের করা আদালত অবমাননার আবেদনের প্রথমিক শুনানি শেষে আজ সোমবার ১৬ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আজিজুর রহমানসহ ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি এসব শিক্ষদেরকে এমপিও সুবিধা দেয়ার জন্যে ৬০ দিন সময় দেন। হাইকোর্টের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটকারীদের এমপিও দেয়ার নির্দেশনা দিয়ে রায় প্রদান করেন।
রায়ের আদেশ বাস্তবায়ন না করায় রিটকারীগণ আদালত অবমাননার মামলা দায়ের করার পর আদালত অবমামননার রুল জারি করেন।
এসএস//