সারাদেশ ডেস্ক : আগামী সপ্তাহের মধ্যেই ভারতের কানপুর মেডিক্যাল কলেজে পৌঁছে যাবে রুশ করোনা টিকা ‘স্পুটনিক ভি’।
সেখানেই দ্বিতীয় ও তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল হবে এ টিকার। ভারতের পক্ষ থেকে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই) রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড(আরডিআইএফ) ও ডক্টর রেড্ডিজ ল্যাব-কে শেষ পর্যায়ের ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে।
দেশের মোট দেড় হাজার মানুষের শরীরে এই করোনার টিকা প্রয়োগ করে পরীক্ষা চালানো হবে। এ সংক্রান্ত চুক্তিতে উল্লেখ আছে যে, করোনা টিকার এই পরীক্ষা সফল হলেও ডিজিসিআই-এর থেকে নতুন করে অনুমতি লাগবে। তা হলেই বাজারে করোনার টিকা আনা যাবে। ১০ কোটি করোনার টিকা ডক্টর রেড্ডিজ ল্যাবের মাধ্যমে ভারতে পাঠাবে রাশিয়া।
দেশ হিসাবে রাশিয়াই প্রথম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের কৃতিত্ব দাবি করে। তারপর থেকে সেই টিকা স্পুটনিক ভি পেতে পৃথিবীর একাধিক দেশ হাত বাড়িয়ে রয়েছে।
এসএস//
Leave a Reply