বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে ইংল্যান্ডের বিদায়
- Update Time : ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে কোয়ালিফাই হওয়ার স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের। রোববার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। কোচ হিসেবে রবার্তো মার্তিনেজের ৫০ তম ম্যাচে দারুণ এক জয় উপহার দিয়েছে মের্তেন্স-তিনেমান্সরা।
ম্যাচের ১০ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে বল জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন লেস্টার সিটির তিলেমান্স। রোমেলু লুকাকুর অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ইংল্যান্ডের ডেকনাল রাইস ফাউল করে বসলে ফ্রি-কিক পায় বেলজিয়াম। ফ্রি-কিক থেকে দারুণ এক শটে গোল করেন মার্তেন্স। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম।
বিরতি থেকে ফিরে দুটি গোল আর শোধ দিতে পারেনি সফরকারী ইংল্যান্ড। তাতে আরো একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়। এই হারে নেশন্স লিগের এবারের আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একটি হার ও চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে ডেনমার্ক।
অন্যদিকে এদিন রেতে আরেক ম্যাচে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন লিভারপুল তারকা জর্জিনিও ভাইনালডম।
এসএস//