সারাদেশ ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রায় শতভাগ কার্যকর নতুন একটি ভ্যাকসিনের আবিস্কার করেছে যুক্তরাষ্ট্রের সংস্থা মডের্না।
সংস্থাটি তাদের প্রাথমিক প্রতিবেদনে জানায়, তাদের তৈরি নতুন কোভিড-১৯ ভ্যাকসিনটি ৯৫ শতাংশ পর্যন্ত সফল। এমন ফলাফল করোনার মহামারী রোধে মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে বলেও দাবি সংস্থাটির।
মডের্নার পক্ষ থেকে বলা হয়, নতুন করোনা ভাইরাস ভ্যাকসিনটি চলমান প্রাদুর্ভাবের সমাপ্তি ঘটাতে সহায়তা করবে। তারা তাদের ভ্যাকসিন উদ্ভাবনে অত্যন্ত পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করেছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনগুলো ব্যবহারের অনুমতি পেতে আবেদন করতে যাচ্ছে বলে জানিয়েছে মডের্না। যদিও এটিকে এখন পর্যন্ত প্রাথমিক তথ্য বলে জানিয়েছে বিবিসি।
এসএস//
Leave a Reply