সারাদেশ ডেস্ক: ফেসবুকে চালু হলো ‘ভ্যানিস মোড’।
অনেকেই আছেন যারা বর্তমানে বাঁচতে চান। অতীতে কী করেছেন, কী বলেছেন তা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না।
তাদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার ১২ নভেম্বর ‘ভ্যানিস মোড’ চালু করেছে ফেসবুক। এর ফলে মন খুলে কথা বলা যাবে মেসেঞ্জারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। এখনো এ সুবিধা যেসব দেশ বা অঞ্চলে চালু হয়নি, ক্রমান্বয়ে সেখানেও এটি চালু করা হবে।
ভ্যানিস মোড দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যকার চ্যাটের সময় কাজ করবে। তবে তার জন্য ভ্যানিস মোডটি অন করতে হবে। ভ্যানিস মোড চালু থাকলে মেসেঞ্জারে কোনো বার্তা একবার পড়ার পর এবং চ্যাট ছেড়ে ওঠার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ভ্যানিস মোড থেকে চাইলে ফেসবুক ব্যবহারকারী নিজের ইচ্ছে মতো নিয়মিত চ্যাটেও ফিরতে পারবেন। ইনস্টাগ্রামেও এ সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
এসএস//
Leave a Reply