ব্রাজিলে তৈরি হবে লাতিন আমেরিকার দীর্ঘতম সেতু
- Update Time : ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দীর্ঘতম সেতু তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে চীনের কয়েকটি কোম্পানির একটি কনসোর্টিয়াম। ব্রাজিলের বাহিয়া রাজ্যে ১২ কিলোমিটার অর্থ্যাৎ সাড়ে ৭ মাইল দৈর্ঘ্য ওই সেতুটি তৈরি হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইতাপারিকা দ্বীপের সঙ্গে সংযোগকারী এ সেতুটি পুরো লাতিন আমেরিকার মধ্যে দীর্ঘতম সেতু হবে। এটি তৈরিতে পাঁচ বছর সময় লাগবে। এর পেছনে খরচ ধরা হয়েছে ১২০ কোটি মার্কিন ডলার। সেতুটি যৌথভাবে তৈরি করবে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ফোরসি সাউথ আমেরিকা রিজিওনাল কোম্পানি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন।
সেতু তৈরির আগে অনুমোদন ও যন্ত্রপাতি তৈরিতে এক বছর সময় নেবে প্রতিষ্ঠানগুলো। এরপর তারা নির্মাণকাজ শুরু করবে। বাহিয়ার গভর্নর রুই কস্তা বলেছেন, ব্রাজিলে চীনের কোনো প্রতিষ্ঠানের এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। এ উদ্যোগে যারা আছে তারা বিশ্বের বৃহত্তম নির্মাণ ও অবকাঠামোর কোম্পানি হিসেবে পরিচিত।
এসএস//