লাইফস্টাইল ডেস্ক : গুগল আর ফ্রি ফ্রি ব্যবহারকারীদের ছবি রাখবে না, এটা তো নতুন ঘোষণায় সাফ জানিয়ে দিয়েছে। জেনে নিন গুগলে আপনার কতটুকু জায়গা খালি!
জরুরি নথি ও ছবি রাখার জন্য আমরা গুগল স্টোরেজের ওপর অনেকটাই নির্ভর করি। এতো দিন যেমন ইচ্ছা যতটুকু প্রয়োজন পুরোটাই ফ্রি ব্যবহার করা যেত। গুগল অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের যে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেয়া হয়, এখন থেকে সেই স্টোরেজের মধ্যেই ছবি রাখতে হবে।
ছবি সংরক্ষণে বাড়তি স্টোরেজ প্রয়োজন হলে মূল্য পরিশোধ করে ব্যবহার করতে হবে ক্লাউড সেবা ‘গুগল ওয়ান’।এর পাশাপাশি কেউ ছবি এবং অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড সুবিধা নিতে চাইলে তাকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন নিতে হবে। সর্বনিম্ন মাসিক ২ ডলার থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে এই সাবস্ক্রিপশনে নেয়া যাবে।
গুগল এখন বলছে, আগামী বছরের জুন নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই লিংকে গিয়ে আগেই জেনে নিন গুগলে কতটুকু জায়গা ব্যবহার করছেন: photos.google.com/storage।
এসএস//
Leave a Reply