করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
- Update Time : ০৫:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তবে স্যারদের কোনো উপসর্গ নেই। বাসাতেই কোয়ারেন্টিনে আছেন। পুনরায় পরীক্ষার জন্য দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে জনসমাগমে গিয়েছেন। গত ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার হাতে অস্ত্র তুলে দিয়ে দস্যু জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন ৩৪ জন। শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
এর আগে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ করোনায় আক্রান্ত হওয়ার পর মারা গেছেন।
এসএস//