শিরোনাম:
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০২:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ০ Time View
গাইবান্ধা সংবাদদতা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
এতে আরো একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় উপজেলার রাজিবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান সাংবাদিকদের জানান, নিজ বাড়ির পাশে বাঁশের খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে। তা বুঝতে না পেরে রেখা বেগম (৫০) পুকুরে পানি আনতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। রেখাকে বাঁচাতে গেলে ছেলে রাজাকুল ইসলাম (৩২) এবং নাতি ৭ম শ্রেণির ছাত্র সুজনও (১৪) বিদুতায়িত হন। তারা তিনজনই ঘটনাস্থলে মারা মারা যান। গুরুতর আহত অবস্থায় সৈয়দ আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এসএস//