তরুণের প্রাণ গেল খেলার বিরোধে
- Update Time : ০২:৩১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোর-তরুণদের দুই পক্ষের বিরোধের জেরে হামলার ঘটনায় অপু (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরও দুই কিশোর আহত হন। শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কিশোর সিহাব ও শামীম স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
নিহত অপু নিউমার্কেটের একটি প্রসাধন সামগ্রীর দোকানের কর্মচারী ছিলেন। মা ও দুই বোনের সঙ্গে কামরাঙ্গীরচরের জাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। ভাই-বোনের মধ্যে অপু দ্বিতীয়। স্বজনেরা জানিয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সংসারের হাল ধরেছিলেন অপু।
এদিকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাদেশ’কে বলেন, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন তাঁরা। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসএস/