নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনে নির্বাচনের দিন রাজধানীতে য় বাস পোড়ানো এবং হাতবোমা ফাটানোর ঘটনায় মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে ২৬ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন। ১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই নির্বাচনী এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় মোট ১৪টি মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
মতিঝিল এবং শাহবাগ থানায় ২টি করে, পল্টন থানায় ৩টি, বংশাল, ভাটারা, কলাবাগান, ভাটারা, তুরাগ, বিমানবন্দর, উত্তরা পূর্ব থানায় একটি করে মামলা হয়। উপ কমিশনার ওয়ালিদ হোসেন শনিবার সাংবাদিকদের জানান, “এপর্যন্ত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে থাকাকালে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।”
তিনি আরো জানান, “এসব তথ্যের ভিত্তিতে কাজ চলছে। এই নাশকতার সাথে কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে তাদের ব্যাপারেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।” বাস পোড়ানোর ঘটনায় বিএনপিকে দায়ী করছেন আওয়ামী লীগের নেতারা। অপরদিকে বিএনপি দাবি করছে, তাদের ফাঁদে ফেলতে সরকারী দল বাস পুড়িয়েছে। এর প্রতিবাদে বিএনপি দুইদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
এসএস//
Leave a Reply