জাতীয় ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
- Update Time : ০৮:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফুটবল ফেরার দিন নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ম্যাচে নেপালের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে জামাল ভূঁইয়া, তপু বর্মণ, সাদ উদ্দিনরা।
জাতীয় দলের এই খেলা মাঠে বসে উপভোগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ্উদ্দিন। দুই গোল করার পরই তার উদযাপন ছিল চোখে পরার মতো।
খেলোয়াড়দের পারফরম্যান্সে দারুণ খুশি বাফুফে সভাপতি জয়ের পরপরই “জাতীয় দলকে ১০ লাখ টাকা পুরস্কার” দেয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি।
বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বাফুফে সভাপতির হয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘বাফুফে সভাপতি বাংলাদেশের দলীয় পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত। দলের প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও একই পারফরম্যান্স ধরে রাখতে উজ্জীবিত করেছেন। প্রথম ম্যাচ জয়ের জন্য ১০ লাখ টাকা প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছেন।
এসএস/