যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি শনিবার ১৪ নভেম্বর
- Update Time : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হচ্ছে শনিবার ১৪ নভেম্বর।
একইসঙ্গে আগামী সপ্তাহে আওয়ামী লীগের উপকমিটিগুলোও ঘোষণা করা হবে। শুক্রবার ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু বাকি ছিল যুবলীগ। আগামীকাল শনিবার বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো। আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।’
‘সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল। চার জন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।’
জেলা-উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সেসব সম্মেলন করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে সম্মেলনগুলো হয়ে গেছে, সেখানে কমিটিগুলোর বিষয়ে আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে, এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মেলনে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বেশকটি অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
এসএস//