ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২
- Update Time : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন। নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)। আহতরা হলেন একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮)। তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ফরিদপুর স্টেশন মাস্টার জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল। গেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসএস//