প্রীতি ম্যাচে নেপালকে হারাল বাংলাদেশ
- Update Time : ০৭:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ২ Time View
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচে হারের পর এবার নেপালকে ২ গোলে হারাল বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে গোল করেছেন নাবিব নেওয়াজ জীবন এবং মাহবুবুর রহমান। তিন ম্যাচ হারের বদলা জয়ে নিলো বাংলাদেশ
নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেন। অবশেষে জেমি ডের শিষ্যরা অধিনায়কের কথাই সত্য করলেন।
ঘরের মাঠে মুজিববর্ষ ফিফা ফুটবল আন্তর্জাতিক সিরিজের প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে আজ শুক্রবারে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের ১০ম মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে দারুণ গোল করেন জীবন। ম্যাচের ৭৯ মিনিটে মাহবুবের করা একক প্রচেষ্টার গোলটিও ছিল দেখার মতোন।
২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। দুবারই পরাজয়ের ব্যবধান ছিল ২-০। এছাড়া গত বছর এসএ গেমসের ম্যাচে হেরেছিল ১-০ গোল ব্যবধানে। তবে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে সহজ জয় তুলে নিয়ে দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাস ও মানসিকভাবে এগিয়ে থাকবে জামাল ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় দল।
আগামী ১৭ নভেম্বর দুই দল একই মাঠে মুখোমুখি হবে।
ডিএ/এসএস/