শিরোনাম:
বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে আমেরিকার
- Update Time : ০২:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ।
তিনি বলেছেন, সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।
আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর রাজধানীর আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।
সিইসি বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসএস//