দৌলতদিয়ায় ৫ শতাধিক যানবাহন আটকে পরেছে
- Update Time : ১২:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক এবং গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তিন শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন চালকরা। কারণ গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল, খাবারসহ অন্যান্য সুবিধা। এসব যানবাহনের মধ্যে বেশিরভাগ ট্রাক ও কাভার্ডভ্যান।
ট্রাক চালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা আজকের না, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ। সড়কে আটকে থেকে তাদের লোকসান গুনতে হয় এবং সময়মত মালামাল পরিবহন করতে পারেন না।
এসএস//