পদ্মা সেতুর দৃশ্যমান সাড়ে ৫ হাজার মিটার, বসল ৩৭তম স্প্যান
- Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ০ Time View
মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানো আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো।
বৃহস্পতিবার বিকেল ২টা ৫০ মিনিটের সময় বসানো হয় পদ্মা সেতুর ৩৭তম স্প্যান ‘২-সি’। এ স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আর মাত্র চারটি স্পেন। ৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় বসানো হল ৩৭ তম স্পেন। স্পেনটি সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারের উদ্যেশ্যে রওনা হয়। পরবর্তী প্রক্রিয়ায় কারিগরি সমস্যা না থাকায় এবং আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় বৃহস্পতিবারই স্প্যানটি বসিয়ে দেয়া হয়।
স্বপ্নের এ সেতু নির্মানের পর দেশের অর্থনীতির চাকা আরো ত্বরান্বিত হবে।
এসএস//