সুপ্রিমকোর্ট বার-এর ১০৪ সদস্যের মৃত্যুতে শোকসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ০৭:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৮ Time View
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ১০৪ জন সদস্যদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে আজ এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুপ্রিমকোর্ট বার সভাপতি ও এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় সিনিয়র আইনজীবী, সুপ্রিমকোর্ট বার সাবেক কর্মকর্তা, বর্তমান কর্মকর্তাগন প্রয়াত আইনজীবীদের স্মরণ করে বক্তৃতা করেন।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল জানান, গত বছরের ২২ ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২ জন বিচারপতি, দুইজন এটর্নি জেনারেলসহ সুপ্রিমকোর্ট বার এর ১০৪ জন বিজ্ঞ সদস্যের মৃত্যুতে তাঁদের রুহের মাগফেরাত কামনায় আজ শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে আইনজীবী সমিতি।
তিনি বলেন, প্রয়াত বিচারপতির মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। তিনি গত বছর ২২ ডিসেম্বর ইন্তেকাল করেছেন।
এটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর, সাবেক এটর্নি জেনারেল দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার রফিক-উল হক গত ২৪ অক্টোবর ইন্তেকাল করেছেন।
এছাড়া ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী সানাউল্লাহ মিয়া গত ২৭ মার্চ ইন্তেকাল করেছেন।
আজ শোকসভা শেষে সুপ্রিমকোর্ট বার-এর ১০৪ জন সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শোকসভায় প্রয়াত আইনজীবীদের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, ড. গোলাম রহমান, শাহ্ মন্জুরুল হক, আজহার উল্লাহ ভূইঁয়া প্রমূখ।
সভাপতির বক্তৃতায় এ এম আমিন উদ্দিন প্রয়াত আইনজীবীদের স্মৃতিচারণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদেরও এমন কাজ করে যেতে হবে যেন মানুষ প্রশংসা করেন।
ডিএ/এসএস/