ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনে ভোট কাল বৃহস্পতিবার

- Update Time : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৭ Time View
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুটি আসনেই ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট নেয়া হবে।
মঙ্গলবার ১০ নভেম্বর মধ্যরাত থেকে শুক্রবার ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত কোন গণপরিবহন চলাচলও করবে না। তবে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নেয়া যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থাপনা, ভোটকেন্দ্রসহ নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
ইসি বলছে, আসন দুটিতে নির্বাচনী পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এদিকে বিএনপি প্রার্থীদের অভিযোগ, তাদের প্রচারে বাধা দেয়া হয়েছে। কমিশনে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে তারা দাবী করেন।
এসএস//