অপূর্ব সুস্থ হয়ে বাসায় ফিরেছেন

- Update Time : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৭ Time View
সারাদেশ ডেস্ক : আজ বুধবার ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব ৮ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে এই অভিনেতাকে ডিসচার্জ করা হয় বলে জানান এক নাট্যনির্মাতা ।
কিছুদিন আগে চিকিৎসক জানিয়েছিলেন, যদি আগামী কয়েকদিনের রিপোর্ট ভালো আসে তাহলে অপূর্ব দ্রুতই বাসায় ফিরতে পারবেন। অবশেষে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন জনপ্রিয় এই অভিনেতা।
চলতি মাসের প্রথম দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অপূর্ব। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে তার করোনা পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। এরপর গত ৩ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অবস্থা গুরুতর হলে তাকে সাথেসাথে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়। এরপর তার মধ্যে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক অবস্থা মাঝে কিছুটা অবনতি হলে পড়ে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন।
এসএস//