হাসপাতালে এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনায় মামলা
- Update Time : ১২:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর সকালে রাজধানীর আদাবর থানায় মামলাটি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন বলেও জানান তিনি।
ঘটনার পর হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হাসপাতালে ঢোকার পরই আনিসুলকে ৬-৭ জন টেনেহেঁচড়া একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মাটিতে ফেলে চেপে ধরেন। হাসাপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তখন তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। মাথার দিকে থাকা দুজন হাতের কনুই দিয়ে তাকে আঘাত করছিলেন।
এ সময় একটি কাপড়ের টুকরা দিয়ে শিপনের হাত পেছনে বাঁধা হয়। চার মিনিট পর তাকে যখন উপুড় করা হয়, তখনই ধীরে ধীরে নিস্তেজ হয়ে অচেতন হয়ে পড়েন শিপন। এ ঘটনায় গত রাতে প্রথমে ছয়জনকে আটক করে পুলিশ। পরে আরও একজনকে আটক করা হয়।
এসএস//