শিরোনাম:
রাঙামাটিতে অস্ত্রসহ ১ ব্যক্তি আটক
- Update Time : ০২:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক চিংসাজাই মারমা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
যৌথবাহিনী অভিযান চালিয়ে সোমবার ৯ নভেম্বর গভীর রাতে উপজেলায়ের রাইখালী ইউনিয়নের জগনাছড়ি গ্রাম থেকে তাকে আটক করে। চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ পরিদর্শক শফিউল আজম বলেন, আটক চিংসাজাই মারমা রাইখালী মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
এসএস//