শিরোনাম:
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- Update Time : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের কুতুবখালী ঢালে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানা পুলিশ বলেন, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন একটি ট্রাক একটি বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান জানান, ওই ব্যক্তি কুমিল্লায় কাঁচামালের ব্যবসা করতেন। কোনো কাজে ঢাকায় এসেছিলেন। দুর্ঘটনার পর পর বাস-ট্রাক জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএস//