ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
- Update Time : ১২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর বংশালের চার তলা একটি ভবন থেকে পড়ে তাহেরা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর বিকেল পৌনে চার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতার ভাই জামিল জানান, বিকেল পৌনে চারটার দিকে আগা সাদেক রোডের চার তলা ভবনের চার তলায় ছাদে থেকে কাপড় আনতে গেলে অসাবধানতা বশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের বাসা বংশালের আগাসাদেক রোডে। তার বাবার নাম রহমত উল্লা। তিন ভাই ছয় বোনের মধ্যে তাহেরা বেগম দ্বিতীয় ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএস//