শিরোনাম:
সাভারে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে
- Update Time : ০৮:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: ঢাকার সাভারে পৌর এলাকার ওয়াপদা রোডে আজ মঙ্গলবার একটি ছয়তলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে ভবনটি সিলগালা করে দিয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।
ভবনের নিচতলার এক বাসিন্ধা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খোলার সময় তাঁরা দোকানের সামনে ফাটল দেখতে পান। ভবন দেবে যাওয়ায় তাঁরা শাটার খুলতে পারছিলেন না। পরে বিষয়টি জানাজানি হলে পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
দুর্ঘটনা এড়াতে ওয়াপদা রোডে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এসএস//