সারাদেশ ডেস্ক : বেসরকারি ডিপ্লোমা ও এইচএসসি বিএম শিক্ষাক্রমে ভর্তির সময় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার ৯ নভেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (www.btebadmission.gov.bd) কলেজ লগইন করে প্রতিষ্ঠানের অ্যাপ্রুভ লিস্টের সফট ও হার্ড কপি সংগ্রহ করতে হবে। কোনো শিক্ষার্থী অ্যাপ্রুভ লিস্টে না থাকলে তার ভর্তি সম্পন্ন হয়নি বলে বিবেচিত হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী মূল নম্বরপত্র জমা না দিয়ে ভর্তি হলে ২০ নভেম্বরের মধ্যে ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তি বাতিল করতে হবে।
এসএস//
Leave a Reply