শিরোনাম:
পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার
- Update Time : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : গাজীপুরে পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের রাজদিঘির পাড় এবং সালনা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় থানা পুলিশ এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানান, দুপুরে রাজদিঘির পাড় এলাকায় খেজুরগাছের নিচে একটি শিশুর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। আনুমানিক এক দিন বয়সী ওই কন্যা শিশুর লাশ কার্টনের ভেতর ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পলিশ আরও জানান, দুপুরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে কন্যা শিশুর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। আনুমানিক এক দিন বয়সী ওই শিশুর লাশ ওষুধের কার্টনের ভেতর ছিল। লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এসএস//