শিরোনাম:
বরিশাল নগরীতে মাস্ক না পড়ায় জরিমানা
- Update Time : ০৫:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : শীতে করোনা মহামারির দ্বিতিও ডেউ ঠেকাতে সরকার সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে । এই নিয়ম কার্যকর করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ ব্যক্তির নিকট থেকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসএস//