পঞ্চগড়ে আমন ধানের বাম্পার ফলন
- Update Time : ১২:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : পঞ্চগড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকে আমন ধান ঘরে তুলছে কৃষক আর আশানুরুপ ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
গত বছর যে ধান ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে, তা এ বছর হাজারেরও বেশি। একর প্রতি ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে এবার।
দেশের সর্ব উত্তরের কৃষি সমৃদ্ধ এই জেলায় আবাদি জমি অপেক্ষাকৃত উঁচু হলেও ধান চাষে বেশ উপযোগী। পর্যাপ্ত বৃষ্টিপাত ও রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের ফলন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। অনেকেই আগাম জাতেরও ধান চাষ করেছেন। ইতোমধ্যে তারা ধান সংগ্রহ করে ভালো দামে খড়ও বিক্রি করছেন। ধানের লভ্যাংশে একই জমিতে সবজি চাষেরও প্রস্তুতি নিচ্ছেন তারা।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়ার এক কৃষক জানান, তিনি দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। ফলন আর বাজার দামে বেশ খুশি তিনি। একই জমিতে এখন গম ও আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন।
কৃষি বিভাগের তথ্য মতে, পঞ্চগড়ে এবছর আমনের চাষ হয়েছে ৯৯ হাজার ৯৬৫ হেক্টর জমিতে।
এসএস//