শিরোনাম:
প্রাথমিকের নতুন বই পৌঁছে গেছে ১৬২ উপজেলায়
- Update Time : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : করোনা মহামারির কারনে চলতি বছর পাঠ্যবই উৎসব না হলেও সময়মতো নতুন বই পাবে শিক্ষার্থীরা। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে প্রাথমিকের নতুন বই তুলে দিতে ইতোমধ্যে ১৬২ উপজেলায় পৌঁছে গেছে প্রাথমিকের নতুন বই।
গত শনিবার ৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ বিষয়টি নিশ্চিত করেন।
মহাপরিচালক বলেন, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পাঠ্যবই উপজেলা পর্যায়ে পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে ১৬২টি উপজেলায় প্রাথমিকের এক কোটি ৬২ লাখ বই চলে গেছে। বছরের ১ম দিনে যাতে সবাই বই পায় আমাদের সে ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য,দেশে ২০১০ সাল থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী বছরের জন্য মাধ্যমিক স্তরের সাড়ে ২৫ কোটি পুস্তক ও প্রাথমিক স্তরের ১০ কোটির কিছু বেশি বই প্রণয়ন করা হয়েছে।
এসএস//