চাঁদপুরে কিশোর গ্যাং-এর ৭১জন মুচলেকায় ছাড়া পেল
- Update Time : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
চাঁদপুর প্রতিনিধি : জেলায় কিশোর গ্যাং সদস্যদের আস্তানাই হচ্ছে সদর উপজেলায়।
২০১৯ সাল থেকে এদের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পরার মতো। এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের সদস্য পারভেজ (১৬) ও দেলোয়ার হোসেন (২১) নামে দুইজন শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলা পর তাদের ১০ জন সদস্য (২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী) কারাগারে ছিলো।
পরবর্তীকালে জামিনে মুক্তিও হয়। বিভিন্ন স্থান থেকে সন্দেহজনক আটক হয় ৭১ জন। তাদের বাবা-মাকে থানায় ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখায় পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। সর্বশেষ চলতি মাসের ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচনের দিন গনি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে একই কাউন্সিলর প্রার্থীর সমর্থক কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে দুইজনের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ইয়াছিন মোল্লা (২০) নামে একজন নিহত হন। পরে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য শাহেদ মিজিকে (১৮) পুলিশ আটক করে আদালতে পাঠায়। বর্তমানে সে কারাগারে রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায় , ২০১৯ সালের ২৪ অক্টোবর কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন শিক্ষার্থী দেলোয়ার হোসেন। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি ১০ কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হন পারভেজ পাপ্পু। পরদিন ২৪ ফেব্রুয়ারি তার মা ফাতেমা বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান।
ডিএ/এসএস//