যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল
- Update Time : ০৪:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থ্যা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে ।
শনিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা এক দিনের সর্বোচ্চ। গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই সেখানে লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।
সাত দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৫ হাজার ৬০০ জনে, যা আগের সপ্তাহের চেয়ে ২৯ শতাংশ বেশি।
এই সংখ্যা এশিয়া ও ইউরোপের সবচেয়ে বেশি বেকায়দায় থাকা দুই দেশ ভারত ও ফ্রান্সের সাত দিনের গড়ের যোগফলের চেয়েও বেশি।
করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। পুরো বিশ্বে এ পর্যন্ত ১২ লাখ ৫৬ হাজার মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
রয়টার্স বলছে, দৈনিক গড় হিসাব করলে এখন বিশ্বে করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১১ জনের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের।
মহামারী মোকাবেলায় সোমবার ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। ওই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন সাবেক সার্জন জেনারেল বিবেক মূর্তি এবং সাবেক এফডিএ কমিশনার ডেভিড কেসলার।
এসএস//