শিরোনাম:
‘যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা’
- Update Time : ০৫:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন,মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম । পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করতে হবে । এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর মন্ত্রিসভায় নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, খুলনা বিভাগ থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে। আমরা সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও সম্মতি দিয়েছেন। তিনি বলেছেন, মাস্ক যারা পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
এসএস//