ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
- Update Time : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
ময়মনসিংহ প্রতিনিধি : জেলার ভালুকা উপজেলায় মিনিট্রাক ও বালুবোঝাই ট্রাকের সঙ্ঘর্ষে মনিরুজ্জামান (৩৩) ও জুবাইদুল ইসলাম লাভলু (৩০) নামে দুই ভাই নিহত হয়েছেন।
সোমবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালী বাড়িমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন যাত্রী শেরপুর জেলার মীরগঞ্জের মৃত নুরুল ইসলামের ছেলে ও তাদের মিষ্টি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শেরপুর সদর থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী মিনিট্রাক ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার ঢালীবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা খায়। এ সময় মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান ও জুবাইদুল ইসলাম লাভলু থাকা অবস্থায় মিনিট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে পুলিশ জানান, নিহত দুই ভাই মিষ্টি ক্রয়ের জন্য সম্ভবত ঢাকায় যাচ্ছিলেন। ট্রাকে থাকা খালি মিষ্টির কার্টনে তিন লাখ টাকা পাওয়া গেছে ও দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে।
এসএস//