শিরোনাম:
মাস্ক পরার নির্দেশনা লঙ্ঘনে আটক অর্ধশতাধিক
- Update Time : ১২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
খুলনা প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে মাস্ক পরার নির্দেশনা লঙ্ঘন করায় খুলনায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর সকালে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া ৮ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।
ম্যাজিষ্ট্রেট বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএস//