শিরোনাম:
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- Update Time : ১২:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন ।
আজ সোমবার ৯ নভেম্বর সকাল ৬টায় মহাসড়কের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস।
এলেঙ্গা হাইওয়ে ফারি পুলিশ জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস ও ঢাকার দিকে থেকে আসা একটি ট্রাক মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের হেলপার মারা যান। আহত হন অন্তত পাঁচজন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস//
Tag :
টাঙ্গাইল ফায়ার সার্ভিস