শিরোনাম:
ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু
- Update Time : ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।
আজ সোমবার ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেন। পথে মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকায় একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। অজ্ঞাত ওই চালককে আসামি করে মতিহার থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মোয়াজ্জেমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস//