স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদে হারিয়ে প্রথম বার আইপিএল- এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের ছুড়ে দেয়া বিশাল লক্ষ্যটা প্রায় ধরেই ফেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষ মুহুর্তে কাগিসো রাবাদার ওভার সব উল্টে দিল। আর প্রোটিয়া পেসারের বোলিং জাদুতে ভর করে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠার স্বাদ পেল দিল্লি।
রোববার ৮ নভেম্বর দিনগত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি। জবাবে শেষ পর্যন্ত ব্যাট করেও ১৭ রানের ব্যবধানে হেরে যায় হায়দরাবাদ। ফলে প্রতিবার ভগ্ন হৃদয়ে আসর ছাড়ার কষ্ট এবার অন্তত দূর হলো দিল্লির।
ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ৩ উইকেট তুলে নেয়া স্টয়নিস ম্যাচ সেরা নির্বাচিত হন।
সোমবার ৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় চলতি আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি।
ডিএ/এসএস//
Leave a Reply