শিরোনাম:
স্ত্রী-সন্তানদের কবরের পাশে বাইডেন
- Update Time : ০৬:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে যাওয়া জো বাইডেন তার জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করে বাড়ির পাশের কবরস্থানে যান। সেখানে জো বাইডেন সড়ক দুর্ঘটনায় নিহত প্রথম স্ত্রী ও তার কন্যাকে স্মরণ করেন। একই কবরস্থানে শুয়ে আছেন জো বাইডেনের পুত্র বিউ বাইডেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন তিনি।
মার্কিন সংবাদ মধ্যম জো বাইডেনের জীবনের এ পর্বটি উল্লেখ করছে চরম সহানুভূতির সঙ্গে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলেও জো বাইডেনকে নিয়ে উল্লাস চলছে। ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত জেনেও ট্রাম্প–সমর্থকদের কাছে তার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। বড় বড় নগরীতে সপ্তাহান্তজুড়েই ডেমোক্র্যাট–সমর্থকদের উল্লাস–আনন্দ অব্যাহত রয়েছে।
এসএস//